Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ছাগলনাইয়া উপজেলা বাল্য বিবাহ মুক্ত করণ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন
বিস্তারিত

 মন্ত্রিপরিষদ বিভাগের সহায়তায় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ টু আই প্রকল্পের আওতায়  ছাগলনাইয়া উপজেলা বাল্য বিবাহ মুক্ত করার লক্ষ্যে রেজিষ্ট্রার্ড  ব্যাতীত ও  রেজিষ্ট্রার্ড কাজীদের  (ডাটাভেজভুক্ত)  ছাগলনাইয়া উপজেলা প্রশাসন ও ইনোভেশন টিম কতৃর্ক আয়োজিত একসেস টু ইনফরমেশন (এ টু আই) সহযোগিতায় জনসেবায় উদ্ভাবনীয় উদ্যোগে বাস্তবায়নে ""বাল্য বিবাহ মুক্ত করন"  প্রশিক্ষন কর্মশালার আয়োজন করা হয়েছে । উক্ত  প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান সোহেল চৌধুরী। সভাপতিত্ত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার, ছাগলনাইয়া ফেনী।

 

সময়সূচী

ক্রঃ  নং

বিষয়

সময়

কর্মকর্তার নাম ও ঠিকানা

রেজিষ্টেশন

৯.০০

   

উদ্বোধনী অনুষ্ঠান    

  ৯.৩০ 

 

চা বিরতি

১০.৩০ 

 

বাল্য বিবাহ নিরোধ আইন, জন্ম নিম্বন্ধন/ভোটার আইডি যাচাইকরণ এবং  মাসিক প্রতিবেদন সম্পর্কিত ।

১১.০০-১২.০০  

জনাব কাজী শহিদুল ইসলাম,

উপজেলা নির্বাহী অফিসার, ছাগলনাইয়া, ফেনী।

শিশু অধিকার আইন ও ইভটিজিং সম্পর্কিত।

১২.০০- ১২.৩০

জনাব শিল্পী রানী রায়,

সহকারী কমিশনার (ভূমি), ছাগলনাইয়া, ফেনী।

বাল্য বিবাহ কি, কেন হয়, বাল্য বিবাহ রোধে করনীয় দিক ও প্রতিবন্ধী জরিপ  সম্পর্কিত।

১২.৩০-১.০০  

জনাব মোঃ শহীদ উল্যাহ,

 উপজেলা সমাজসেবা কর্মকর্তা(ভারপাপ্ত), ছাগলনাইয়া, ফেনী।

প্রসূতী মায়ের পুষ্টিহীনতা ও সচেতনতা সম্পর্কিত। 

১.০০-১.৩০            

জনাব মোহাম্মদ শওকত ওসমান মজুমদার,

উপজেলা কৃষি অফিসার, ছাগলনাইয়া, ফেনী।

নামায ও দুপুরের ভোজন

১.৩০-২.০০

 

পারিবারিক সহিংসতা ও সামাজিক নিরাপত্তা বেষ্টনী সম্পর্কিত।

২.০০-২.৩০

জনাব ফেরদৌস আরা ডলি,

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, ছাগলনাইয়া, ফেনী।

১০

দারিদ্র্য বিমোচনে নারীর উদ্যোগ সম্পর্কিত

২.৩০-৩.০০

জনাব মোঃ আফতাবুল ইসলাম

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ছাগলনাইয়া, ফেনী।

১১

সমাপনী

৩.০০

 

ছবি
প্রকাশের তারিখ
24/02/2016