Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
চাঁদগাজী ভূঁঞা মসজিদ
বিস্তারিত

 

চাঁদগাজী ভূঁঞা মসজিদ

ফেনীর পূর্বাঞ্চলের একজন স্বনামধন্য জমিদার চাঁদগাজী ভূঁঞা।তাঁর নির্মিত চাঁদগাজী ভূঁঞা মসজিদ মোগল স্থাপত্যের অনুকরণে এক অপূর্ব সৌধ মালা যা এখনও দর্শক পর্যটকদেরকে বিন্সিত করে। মসজিদের প্রধান দরজার শিরদেশে আছে এক কালো রঙের শিলালিপি। তাতে উৎকীর্ণ আছে ফার্সী ভাষার,‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসুলুল্লাহ’ এবং তিনি ছন্দের কবিতা। প্রায় তিনশত বৎসর পূর্বে নির্মিত এই স্থাপত্যশিল্প রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত বাংলাদেশ সরকারের প্রত্নতাত্ত্বিক বিভাগ। তাঁর সম্বন্ধে আর বিশেষ কিছু জানা যায়না ।