Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
বিভাগীয় পর্যায়ে জনাব কাজী শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, ছাগলনাইয়া, ফেনী সেরা/শ্রেষ্ঠ উপজেলা ইনোভেশন টিম হিসাবে স্বীকৃতি স্বরুপ পুরস্কার লাভ করেন।
Details

    

           জনগনের দৌরগোড়ায় সেবা পৌছে দিতে এবং সেবার মানোন্নয়ন নিশ্চিকল্পে আরো দক্ষতার সাথে প্রযুক্তি প্রয়োগ করে নাগরিক বিড়ম্বনা ও ব্যয় হ্রাস এবং তুলনামুলকভাবে কম সময়ে একটি সেবা প্রদান করার লক্ষ্যে উদ্যোগ গ্রহন হচ্ছে ইনোভেশন আইডিয়া। ইনোভেশন টিমের মূল লক্ষ্য হচ্ছে সরকারি কার্যক্রমে গতিশীলতা , দক্ষতা, অর্থের অপচয় রোধ এবং সময়ের অপচয় কমিয়ে জনসাধারনের সেবা প্রদান করা । ইনোভেশন আইডিয়া বা উদ্যোগ গ্রহনে প্রযুক্তির মান-উন্নয়ন হবে, পদ্ধতিগত জটিলতা কমবে, সেবার মানোন্নয়ন ঘটবে, কর্মকর্তা/কর্মচারীদের সম্পৃক্ততা বাড়বে এবং জনগনের জন্য তা অধিক ফল ফলপ্রসু হবে। এর পরিপ্রেক্ষিতে জনাব কাজী শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, ছাগলনাইয়া, ফেনী অত্র উপজেলায় ইনোভেশন টিম গঠন করেন এবং নিজস্ব উদ্ভাবনী উদ্যোগ গ্রহন করেন। উদ্যোগ সমূহঃ-

 * অনলাইনের মাধ্যমে যোগাযোগ করা  ও  দৈনিন্দন দাপ্তরিক চিঠি-ডকুমেন্ট দ্রুত আদান-প্রদান করার ব্যবস্থা ।

 *  উপজেলাধীন দপ্তরসমূহ ও ইউনিয়নসমূহের  জাতীয় তথ্য বাতায়ন হালনাগাদ করে জনগনের দৌরগোড়ায় তথ্য প্রদানের মাধমে সেবা প্রদান করা।

  *   রেজিষ্ট্রাড কাজী  ও রেজিষ্ট্রাড কাজী ব্যতীত যারা বিবাহ পড়ান তাদের ডাটাভেইজ তৈরি ও বাল্য বিবাহ প্রতিরোধ করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।  

           

          জনসাধারণের দোড়গোড়ায় সেবা প্রদান নিশ্চিত করার মাধ্যমে গণমুখী জনপ্রশাসন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগের সহায়তায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের উদ্যোগে এবং বিভাগীয় কমিশনার অফিস, চট্টগ্রামের আয়োজনে তথ্য প্রযুক্তি নির্ভর উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য   পাবলিক ইনোভেশন এর ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ গত ৩১ অক্টোবর, ২০১৫ তারিখে চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ কর্মকর্তাগণকে ১৯টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। এর পরিপ্রেক্ষিতে উপরোক্ত ইনোভেটিব আইডিয়া বা উদ্যোগসমূহ বাস্তবায়ন করায়   জনাব কাজী শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, ছাগলনাইয়া, ফেনী  সেরা/শ্রেষ্ঠ উপজেলা  ইনোভেশন টিম হিসাবে স্বীকৃতি স্বরুপ পুরস্কার লাভ করেন। 

Images
Attachments