ভাটির বাঘ শমসের গাজীর মাতা কৈয়ারা বিবি। বীরমাতাহিসাবে সমগ্র অঞ্চলে প্রশংসিত। জনসাধারণের পানীয় জলের সুবিধার্থেগাজী মাতা কৈয়ারা বিবির নামে কৈয়ারা দীঘি খনন করা হয়। কৈয়ারা গ্রাম ও তাঁর স্মৃতিই বহন করছে। কৈয়ারা দীঘি অত্র এলাকার সর্বত্র বিশিষ্ঠতা লাভ করে। এ বিশাল দীঘি নির্মল ও সুস্বাদু পানির জন্য বিখ্যাত ।কৈয়ারা দিঘীকে নিয়ে নানা অলৌকিক কাহিনী প্রচলিত আছে।
লোকমুখে প্রকাশ-
দীঘির মধ্যে জগন্নাথ
পাড়ের মধ্যে বীরসিংহ
পানির মধ্যে কৈয়ারা হাটের মধ্যে লেমুয়া
ঘাটের মধ্যে পানুয়া।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS